আহমেদাবাদ সিভিল হাসপাতালে মোদি

0

নয়া দিল্লি: বৃহস্পতিবার লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার (Air India) বিমান যেখানে ভেঙে পড়েছিল। শুক্রবার সকালেই সেখানে পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Pm Narendra Modi)। এদিন তাঁকে বিমানবন্দরে আনতে যান গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাতিল এবং গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি।

আরও পড়ুন: মৃত্যুকে হারিয়ে বাঁচলেন ১ যাত্রী, শুনুন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা

দুর্ঘটনাস্থল ঘুরে দেখার পর আহমেদাবাদ সিভিল হাসপাতালে গেলেন মোদি। তাঁর সঙ্গে রয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডুও। হাসপাতালে গিয়ে বিমান দুর্ঘটনায় আহতদের সঙ্গে কথা বলেন তিনি।

উল্লেখ্য, এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন বিশ্বকুমার রমেশ (৪০)। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় তিনিই একমাত্র যাত্রী, যিনি প্রাণে বেঁচে গিয়েছেন।

দেখুন আরও খবর: